আইএস দমনে কুর্দি-তুর্কিকে পেন্টাগনের আহবান

আইএস দমনে কুর্দি-তুর্কিকে পেন্টাগনের আহবান

শেয়ার করুন

AP_ash_carter_jef_160829_12x5_1600

বিশ্বসংবাদ ডেস্ক:

মার্কিন নেতৃত্বধীন সিরিয়ার কুর্দি বাহিনী ও তুরস্কের সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ থামানোর আহবান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষমন্ত্রী অ্যাশটন কার্টার এ আহবান জানিয়ে বলেছেন, পরস্পরের বিরুদ্ধে নয় বরং জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে উভয়পক্ষের মনোযোগ দেওয়া উচিত।

কার্টারের এই আহবান এমন সময় এলো, যখন সিরিয়ার ভেতরে প্রবেশ করে আইএস ও কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। তুর্কি সেনাবাহিনীকে হুঁশিয়ার করে কার্টার বলেছেন, এরপরও কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালানো হলে তা মেনে নেয়া হবে না।

স্বাধীনতার জন্য লড়াই করা কুর্দিরা আগে থেকেই তুরস্ক সরকারের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত। সিরিয়ার ভেতর সাম্প্রতিক তুর্কী অভিযানে ২৫ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে।