‘নির্বাচনকালীন ব্যবস্থা নির্ধারণের দায়িত্ব কমিশনের নয়’

‘নির্বাচনকালীন ব্যবস্থা নির্ধারণের দায়িত্ব কমিশনের নয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

তফসিল ঘোষণার আগে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা কিংবা নির্বাচনকালীন ব্যবস্থা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়: এ কথা  বলেছেন প্রধান নির্বাচন কমিশনার একে এম নূরুল হুদা। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা ঘোষণার সময় তিনি এ কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে একটি সুষ্ঠু নির্বাচনে কমিশন কি কি পদক্ষেপ নেবে, এর ৭ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন সিইসি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন : সংবিধানের আলোকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নির্ধারণ করবে সরকার ও অন্যান্য রাজনৈতিক দল।

আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব,  আশাবাদী সিইসি তার যুক্তিও তুলে ধরেন। প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, এখনই বাতিল নয়, সবার সঙ্গে আলোচনা করেই ইভিএমের ব্যাপারে সিদ্ধান্ত । সূষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে কমিশন সম্পূর্ণ আত্মবিশ্বাসী, এ জন্য সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।