অবশেষে আফগান কিশোরী রোবটিক দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র!

অবশেষে আফগান কিশোরী রোবটিক দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র!

শেয়ার করুন

Girls Farsi বিশ্বসংবাদ ডেস্ক :

অবেশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে রোবটিক্স প্রতিযোগিতায় অংশ নেয়া আফগান কিশোরীরা। এর আগে তাদের ভিসার আবেদন প্রত্যাখান করা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপেই যুক্তরাষ্ট্রে তাদের ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

ক্ষমতা গ্রহণের পর ছয়টি মুসলিমপ্রধান দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। অবশ্য ওই তালিকায় ছিল না আফগানিস্তান। কিন্তু তারপরও তাদের ভিসার আবেদন বাতিল করা হয়।

চলতি মাসে ‘ফার্স্ট গ্লোবাল’ নামের একটি অলাভজনক সংগঠন যুক্তরাষ্ট্রে এক রোবটিকস প্রতিযোগিতার আয়োজন করে। এই রোবটিকস গেমে বিশ্বের ১৬৪টি দেশের মধ্যে আফগান মেয়েরাও অংশগ্রহণ করবে। ইতমিধ্যে যুক্তরাষ্ট্রে পেৌছেছে। যুক্তরাষ্ট্রে পৌছানোর পর তাদের স্বাগত জানায় আফগান রাষ্ট্রদূত হামদুল্লাহ মোহিব ও আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালিস জি ওয়েলস।