নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিলের রায় ১৩ আগস্ট

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিলের রায় ১৩ আগস্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট রায় ঘোষণা করা হবে। আজ সকালে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার বলেন, এই হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। র‌্যাবের তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও মাসুদ রানা আলোচিত এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন। এই হত্যাকাণ্ডের নাটের গুরু ছিলেন নুর হোসেন। তিনি বিচারিক আদালতের রায়ে আসামিদের দেয়া সাজা বহালের আবেদন জানান।

এর আগে গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আসামিদের মধ্যে সাবেক র‍্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, মাসুদ রানা ও সাবেক কাউন্সিলর নূর হোসেন। মামলায় ৩৫ আসামির মধ্যে  কারাগারে আছেন ২৩ জন। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জন। এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।