ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডিএনসিসি মার্কেট

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডিএনসিসি মার্কেট

শেয়ার করুন

d72104ac6dfaffc13fc87379dd881e5c-02নিজস্ব প্রতিবেদক:

আগুনে ধ্বংসস্তুপে পরিনত হয়েছে রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেট। ধ্বসে পড়েছে মার্কেটের একাংশ। রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি আগুন।

গত রাত ২টার দিকে হঠাৎ-ই ডিএনসিসি মার্কেটের পূর্ব পাশে আগুনের সূত্রপাত। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে কাচাঁবাজার অংশে।

কয়েকঘন্টা আগেই বেচা-বিক্রি করে যেসব ব্যবসায়ীরা বাসায় ফিরেছিলেন, আগুনের খবর শুনে তারা ছুটে আসেন ঘটনাস্থলে। চেস্টা করেন  জিনিস পত্র সরিয়ে নেয়ার। কিন্তু সর্বনাশা আগুন তখন দ্রুত ছড়িয়ে পড়ায় তাও সম্ভব হয় নি।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়, বাড়তে থাকে ফায়ার সার্ভিসের ইউনিটও। তবে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

সকালে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়া রোধে ব্যবস্থা নেয়ায় কথা জানান তিনি।
আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর  পাওয়া যায়নি।