‘লিটন হত্যায় জামায়াত জড়িত’

‘লিটন হত্যায় জামায়াত জড়িত’

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি:

সাংসদ লিটন হত্যায় সরাসরি জামায়াত জড়িত এমন বক্তব্য লিটনের স্ত্রীর। মামলার বাদি লিটনের বোন বলছেন, কোন সংগঠন বা ব্যাক্তি যেই জড়িত থাক তারা ঘটনার বিচার চান। সাংসদ লিটনের হত্যাকান্ডকে দেশের জন্য অশনি সংকেত মন্তব্য বঙ্গবীর কাদের সিদ্দীকীর।

৩১ ডিসেম্বর সংসদ সদস্য লিটনের হত্যাকান্ডের সময়ের বর্নণা এভাবেই সাংবাদিকদের দিচ্ছলেন লিটনের শ্যালক বেদারুল ইসলাম। খুনীরা নির্বিঘ্নে পালিয়ে গেলেও সাহায্যের জন্য তখন কাউকেই পাওয়া যায়নি।

খুনের সময় পাশের রুমেই ছিলেন লিটনের সহধর্মিণী। সংবাদ কর্মীদের তিনি জানান জামায়াত দীর্ঘদিন ধরেই হুমকি দিতে আসছিল। মোবাইলে সবসময় তারা হুমকি ধামকি দিত সাংসদকে। এসব বিষয়ে থানায় একাধিকবার জিডিও করা হয়েছিল।

হামলার সাথে সরাসরি জামায়াত জড়িত সুস্পষ্ট করেই সেটা বললেন সাংসদের স্ত্রী। মামলার বাদি লিটনের বোন বলছেন, যেই জড়িত থাক তারা চান সঠিক বিচার।

লিটনের কবর জেয়ারত শেষে ঘটনার পর দেশের আইন শৃংখলা নিয়ে প্রশ্ন তোলেন কৃষক শ্রমিক জনতা লিগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দীকী। ঘটনার পর বেশ কয়েকজন অাটক হলেও তেমন কোন ক্লু নেই আইনশৃংখলা বাহিনীর কাছে।