‘দ্যা ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস’ পেল ছয় প্রতিষ্ঠান

‘দ্যা ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস’ পেল ছয় প্রতিষ্ঠান

শেয়ার করুন

ict-awards-fbনিজস্ব প্রতিবেদক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করার লক্ষ্যে চালু হলো ‘দ্যা ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস’। প্রথম পর্যায়ে ছয়টি ক্যাটাগরিতে বিভিন্ন আইটি ও অনলাইন প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ইংরেজি দৈনিক ডেইলি স্টার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, মাইক্রোসফট ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়।

বিশ্ববাজারে আইসিটি খাত বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব দেবে বলে জানান বক্তারা। এই খাতে সরকারের কার্যকর পৃষ্ঠপোষকতা বাড়ানো ও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ দেন সংশ্লিষ্টরা।২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন আইটি সফটওয়্যার ও প্রোগ্রাম রপ্তানির লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলে জানান, অর্থমন্ত্রী আবুল মাল অব্দুল মুহিত।