আলেপ্পোয় বিদ্রোহী হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত

আলেপ্পোয় বিদ্রোহী হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত এলাকায় চালানো বিদ্রোহীদের হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক।

রুশ বিমান হামলার সহায়তা নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী, আলেপ্পোয় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এক সপ্তাহ ধরে অভিযান চালানোর পর, পাল্টা এই হামলা চালালো বিদ্রোহী যোদ্ধারা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার আলেপ্পোর কয়েকটি আবাসিক এলাকায়, বিদ্রোহীদের ছোঁড়া শতাধিক রকেট ও গোলা এসে পড়েছে। সরকারি বাহিনীর কাছ থেকে আলেপ্পো পুনর্দখলে নিতে বেষ্টনী ভেঙে ফেলার ঘোষণা দেয়ার পর, হামলা শুরু করেছে বিদ্রোহীরা।

এর নেতৃত্বে রয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা ‘জাভাত আল-শাম’ নামের একটি সংগঠন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে, আলেপ্পোর এদিকে সরকারি বাহিনী নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে প্রায় সমপরিমান এলাকা নিয়ন্ত্রণে রেখেছে বিদ্রোহী বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ।