দেড় কোটি আসলো, বাকী সাড়ে ৬ কোটির কি হবে?

দেড় কোটি আসলো, বাকী সাড়ে ৬ কোটির কি হবে?

শেয়ার করুন

fed6bc86e98a49ea93002c3134f20e41-573ebe3cf0e46

নিজস্ব প্রতিবেদক :

ফিলিপাইনের আদালতের রায় বাংলাদেশ ব‌্যাংকের পক্ষে আসায় রিজার্ভ চুরির দেড় কোটি ডলার ফেরত এসেছে। বাকি সাড়ে ৬ কোটি ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

গত ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্ক ফেড থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল ব্যাংকে সরিয়ে নেয়া হয়। তোলপাড় পড়ে যায় সারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থায়।

এ ঘটনায় মার্চ মাসেই একটি মামলা দায়ের করা হয় ফিলিপাইনে। অর্থ ফেরত পেতে বাংলাদেশ ব্যাংক ওই মামলার পক্ষভুক্ত হয়। মূলত ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে আটকে যাওয়া দেড় কোটি ডলারের সুরাহা করতেই এ মামলা।

৬ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৯ সেপ্টেম্বর মামলার রায়ে বলা হয়, ওই দেড় কোটি ডলারের মালিক বাংলাদেশ, আর দ্রুতই সে অর্থ ফেরত দেয়ারও নির্দেশ দেয় ফিলিপাইনের আদালত। স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন ওঠে, চুরি যাওয়া বাকী অর্থের তাহলে কি হবে?

বিশেষজ্ঞরা মনে করেন, অর্থ ফেরত পাওয়ার পুরো আইনি প্রক্রিয়া একটু দীর্ঘতর হলেও এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলী হতে হবে।

মফিদুর তপু, এটিএন নিউজ, ঢাকা।