‘দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষিত জাতি গড়ার বিকল্প নেই’

‘দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষিত জাতি গড়ার বিকল্প নেই’

শেয়ার করুন

PM01_নিজস্ব প্রতিবেদক :

দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষিত জাতি গড়ে তোলার কোনো বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।  প্রধানমন্ত্রীর হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সরকার শিক্ষাখাতের উন্নয়নে সব রকম পদক্ষেপ নিয়েছে। এবারের পরীক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন ফাস হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী পরীক্ষার সময়সূচী কমিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।