মোদির বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব

মোদির বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব

শেয়ার করুন

narendra-modi-7594বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশটির লোকসভায় বুধবার অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হয়েছে। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বিরোধী দলীয় সংসদ সদস্যদের আনীত ওই প্রস্তাব গ্রহণ করেন। শুক্রবার এই প্রস্তাবের ওপর লোকসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

গত ১৫ বছরের মধ্যে এই প্রথম লোকসভায় কোনও অনাস্থা প্রস্তাব ভোটাভুটির জন্য গৃহীত হলো। তবে এ প্রস্তাবের জয়ী হওয়ার সম্ভাবনা নেই। কারণ লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

তেলেগু দেশম পার্টির কেসিনেনি শ্রীনিবাস অনাস্থা প্রস্তাবটি উত্থাপন করে জানান, তার প্রস্তাবে কংগ্রেস, তৃনমূল কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সংসদ সদস্যদের সমর্থন রয়েছে।

বিরোধী সংসদ সদস্যদের কাছ থেকে নোটিশ পেয়ে স্পিকার সুমিত্রা মহাজন অনাস্থা প্রস্তাবটি গ্রহন করেন। প্রথমে তিনি জানিয়েছিলেন, নিয়ম অনুযায়ী ১০ দিনের মধ্যে ভোটাভুটির দিন স্থির করা হবে। কিন্তু বিরতির পরে সংসদের কার্যক্রম আবার শুরু হলে তিনি জানিয়ে দেন, ২০ জুলাই প্রস্তাবের ওপর ভোট গ্রহণ করা হবে।