থার্টি ফার্স্টে আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ: ডিএমপি

থার্টি ফার্স্টে আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ: ডিএমপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বর্ষবরণকে কেন্দ্র করে সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করেছে পুলিশ। সন্ধ্যার পর উন্মুক্ত জায়গায় কোন অনুষ্ঠান বা জনসমাবেশ না করার জন্য নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার জানান, যে কোন ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীতে প্রত্যেকটি পয়েন্টে চেক পোস্ট মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি টিম রাজধানীতে সতর্ক থাকবে। আইডি কার্ড ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান ও বারিধারার মত স্পর্শকাতর জায়গাগুলোতে যানচলাচল সীমিত থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। আইনের অমান্য করে বার কিংবা পার্টি সেন্টার খোলা রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।