এই সরকারের অধীনেই নির্বাচনে যাবে জাপা

এই সরকারের অধীনেই নির্বাচনে যাবে জাপা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনকালীন কোনো সহায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচনে যাবে জাতীয় পার্টি। একথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বলেছেন, ২০১৯ সালের আগে নির্বাচনের সুযোগ নেই, সে নির্বাচনে এককভাবেই লড়বে জাতীয় পার্টি।

রাজধানীর গুলশানের একটি হোটেলে বৃহস্পতিবার সকালে মিট দ্য প্রেসে, নির্বাচন প্রসঙ্গে এভাবেই দলের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেন হুসেইন মুহম্মদ এরশাদ। শুরুতেই তিনি জানান, আগামী ১ জানুয়ারি দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবেন তারা।

এরশাদ জানান, আগামী জাতীয় নির্বাচনে এককভাবে সব আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে তার দল। এছাড়া জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি।

এসবের বাইরেও সংবাদ সম্মেলনে এরশাদ বরাবরের মতো দাবি করেন, তিনি স্বৈরাচারী শাসক ছিলেন না। জোর করে ক্ষমতাও নেননি। এরশাদ বলেন, তার দলকে নিয়ে তিনি আশাবাদী। ক্ষমতায় যেতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন সাবেক এই রাষ্ট্রপতি।