ত্রাণ সহায়তার জন্য পর্যাপ্ত চাল মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

ত্রাণ সহায়তার জন্য পর্যাপ্ত চাল মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ সহায়তার জন্য পর্যাপ্ত চাল মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ভিয়েতনাম থেকে আমদানির অনুমোদনকৃত আড়াই লাখ টন চালের প্রথম চালান, ২০ হাজার টন চট্টগ্রামে এসে পৌঁছেছে। সবমিলিয়ে আগামী আগস্টের মধ্যে সরকারের হাতে চালের মজুদ দাঁড়াবে ৮ থেকে ১০ লাখ টন।

চালের দাম ধিরে ধিরে কমে আসছে জানিয়ে মন্ত্রী বলেন, ট্যারিফ তুলে দেওয়ার পর ভারত থেকে বেসরকারি উদ্যোগে ৮৪ হাজার টন চাল বাংলাদেশে এসেছে। তাছাড়া, চাল মজুদ করে বাজার অস্থির করেছেন, এমন ১৬ হাজার মিল মালিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।