তিন মামলায় জামিনের আবেদন করেছেন খালেদা জিয়া

তিন মামলায় জামিনের আবেদন করেছেন খালেদা জিয়া

শেয়ার করুন

খালেদা
নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় বাস পুড়িয়ে মানুষ হত্যা এবং বিস্ফোরক দ্রব্যের অবৈধ ব্যবহারের অভিযোগ দুটি ও নড়াইলে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে মানহানির একটিসহ, মোট তিন মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

তারা হাইকোর্টের ওই বেঞ্চের অনুমতি নিয়েই রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার জামিনের আবেদন করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত থেকে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে দেয়া চার মাসের জামিন ১৬ মে বহাল রাখেন সর্বোচ্চ আদালত। কিন্তু ৬টি মামলায় গ্রেপ্তার থাকায় মুক্তি আটকে আছে খালেদা জিয়ার।