ইরাকে সরকার গঠনের কাজ শুরু করেছে সদরের নেতৃত্বাধীন জোট

ইরাকে সরকার গঠনের কাজ শুরু করেছে সদরের নেতৃত্বাধীন জোট

শেয়ার করুন

93e126ae8fbd40ff81fb7602aaee06e3_18বিশ্বসংবাদ ডেস্ক :

সাধারণ নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর নতুন সরকার গঠনে কাজ শুরু করেছে ইরাকের ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের নেতৃত্বাধীন জোট।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে, ৩২৯ আসনের মধ্যে সদরের জোট পেয়েছে ৫৪টি আসন। দেশটির সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোটের সরকার গঠনের জন্য সংসদের অর্ধেকের বেশি প্রতিনিধির সমর্থন লাগবে। একারণে, অন্যান্য জোটের সঙ্গে দরকষাকষির প্রয়োজন হবে কমিউনিস্ট ও ধর্মনিরপেক্ষদের নিয়ে গঠিত সদরের সাইরুন জোটকে।

নির্বাচনে অংশ না নেওয়ায় সদর নিজে প্রধানমন্ত্রী হতে পারছেন না; তবে তার জোটই সরকার গড়লে, আড়াল থেকে ক্ষমতার নাটাই থাকবে তারই কাছে।

দুর্নীতিবিরোধী অবস্থান ও সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণে, তরুণ ও দরিদ্র ইরাকিদের সমর্থন পেয়েছেন মোকতাদা আল সদর। দেশের স্থিতিশীলতা ফেরানো এবং আইএস’র হামলায় বিধ্বস্ত এলাকাগুলোতে স্কুল ও হাসপাতাল নির্মাণের চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে।