তামিম হত্যার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

তামিম হত্যার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী নিহতের খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘বিবিসি’ তাদের অনলাইন সংস্করণে শিরোনাম করেছে, ‘বাংলাদেশে ক্যাফে হামলা পরিকল্পনাকারী পুলিশি অভিযানে নিহত’।

খবরটির ভিতরের অংশে পুলিশ কর্মকর্তা সানোয়ার হোসেনের বরাত দিয়ে বলা হয়েছে, তামিম চৌধুরির পাশাপাশি আরও দুই জঙ্গিও অভিযানে নিহত হয়েছে।

তামিম

আল জাজিরা সংবাদটির শিরোনাম করেছে, ‘ঢাকা ক্যাফে হামলার প্রধান সন্দেহভাজনকে হত্যা করেছে বাংলাদেশ পুলিশ’। খবরটির ভিতরের অংশে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, রাজধানীর বাইরে অভিযান চালিয়ে তিনজনকে হত্যা করেছে পুলিশ। যাদের মধ্যে গুলশান হামলার মাস্টার মাইন্ড বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরিও রয়েছে।

এদিকে ‘সিএনএন’ শিরোনাম করেছে, ‘পুলিশের অভিযান: ঢাকায় সন্ত্রাসী হামলা পরিকল্পনাকারী নিহত। পুলিশের বরাত দিয়ে ভিতরে বলা হয়েছে, তামিম ছিল নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম নেতা। প্রতিবেশি দেশ ভারতের গণমাধ্যমেও সংবাদটি গুরুত্ব পেয়েছে।

এদিকে আনন্দবাজার শিরোনাম করেছে, ‘বাংলাদেশে গুলিতে খতম গুলশন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ ৩ জঙ্গি নিহত।’ ভিতরের অংশে বলা হয়েছে, নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল গুলশনে হোলি আর্টিজেন রেস্তোরাঁয় হামলার মূল অভিযুক্ত ‘নব্য জেএমবি’র শীর্ষনেতা তামিম চৌধুরীর।

এছাড়া টাইমস অফ ইন্ডিয়াসহ দেশটির অন্যান্য গণমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রচার করেছে সংবাদটিকে।