ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

শেয়ার করুন

489970e82bd8f4b54c196a63e4ee1624-5728e598f2724
নিজস্ব প্রতিবেদক :

তিন দিনের অঘোষিত পরিবহন ধর্মঘট শেষে অবশেষে ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল  শুরু হয়েছে। এ ছাড়া সংখ্যায় খুব কম হলেও ঢাকার অভ্যন্তরে গণপরিবহন চলাচলও শুরু হয়েছে।

রোববার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, ঢাকাসহ সারা দেশে আজ থেকে যানবাহন চলাচল করবে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাসের মালিক-শ্রমিকেরা ‘অঘোষিত ধর্মঘট’ ডেকেছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে মহাখালি বাসস্ট্যান্ডের সামনে দেখা যায়, বৃষ্টির মধ্যে কিছু দূরপাল্লার বাস টার্মিনাল ছেড়ে গেছে।

গত ২৯ জুলাই ঢাকার রাস্তায় বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর রাজধানীসহ সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করে তারা। কিছু জায়গায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে শুক্রবার থেকে রাজধানীসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।