ইন্দোনেশিয়ায় লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সর্তকতা জারি

ইন্দোনেশিয়ায় লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সর্তকতা জারি

শেয়ার করুন

9dc1061a0646499d847a5207bfa601c4_18
বিশ্বসংবাদ ডেস্ক :

ইন্দোনেশিয়ায় পর্যটকদের জন্য জনপ্রিয় ‘লম্বক’ দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার এর মাত্রা ছিলো ৬ দশমিক ৯। ভূমিকম্পে এখন পর্যন্ত ৯০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মার্কিন ভূ-তাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিলো দ্বীপটির ‘লোলন’ অঞ্চল থেকে ৩ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই ভয়ে-আতঙ্কে সেখানকার হোটেলে থাকা পর্যটকরা রাস্তায় নেমে আসেন। এর তীব্রতা এতই বেশি ছিলো যে, ১শ কিলোমিটার দূরের বালি দ্বীপ থেকেও কম্পন অনুভূত হয়েছে।

উপকূল এলাকাগুলো থেকে পর্যটকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সপ্তাহখানেক আগে লম্বক দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে।