‘ঢাকার চার নদী তীর থেকে ১৩টি অবৈধ বড় স্থাপনা উচ্ছেদ হবে’

‘ঢাকার চার নদী তীর থেকে ১৩টি অবৈধ বড় স্থাপনা উচ্ছেদ হবে’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

খুব শিগগিরই ঢাকার চারপাশের চারটি নদী তীর দখল করে গড়ে ওঠা ১৩টি বড় আকারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত টাস্কফোর্সের সভা শেষে ব্রিফিং-এ তথ্য জানালেও প্রতিষ্ঠানগুলোর নাম বলেননি তিনি। নৌ পরিবহন মন্ত্রী বলেন, নদীর সীমানা পিলার নিয়ে আপত্তি দূর করতে এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকদের কাছে নকশা পাঠানো হবে। আপত্তিকর সীমানা পিলারের ব্যাপারে এক মাসের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া পুনরায় জরিপ না হওয়া পর্যন্ত নদীতীর এলাকায় ভরাট বা স্থাপনা নির্মাণ করা যাবেনা বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে জানান তিনি।