আড়াই হাজার কোটি টাকা দিলে জামিন মিলবে ডেসটিনির দুই কর্মকর্তার

আড়াই হাজার কোটি টাকা দিলে জামিন মিলবে ডেসটিনির দুই কর্মকর্তার

শেয়ার করুন

ডেসটিনি

নিজস্ব প্রতিবেদক :

৬ সপ্তাহের মধ্যে নগদ আড়াই হাজার কোটি টাকা দিতে পারলে তবেই মিলবে, বহুস্তর বিপণন পদ্ধতির বিতর্কিত প্রতিষ্ঠান- ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন। আদেশে আরো বলা হয়েছে, একই সময়ের মধ্যে ওই নগদ অর্থ পরিশোধ করতে না পারলে ট্রি প্ল্যানটেশন প্রকল্পের আওতায় ৩৫ লাখ গাছ বিক্রি করে ২৮ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

সেক্ষেত্রে গাছ বিক্রি সংক্রান্ত কোনো স্বাক্ষর কিংবা আনুষ্ঠানিকতার প্রয়োজন হলে, কারগারে আটক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিষয়ে কারা কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।

মাল্টিলেভেল মার্কেটিংয়ের নামে ২০০০ সালে যাত্রা শুরু করে ডেসটিনি। ২০ লাখেরও বেশি মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।