‘ট্রাইবুনাল স্থানান্তরের আদেশ ভয়ঙ্কর ষড়যন্ত্র’

‘ট্রাইবুনাল স্থানান্তরের আদেশ ভয়ঙ্কর ষড়যন্ত্র’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

“যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে এবং এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র।”

Old_High_Court_Building_Dhaka_Bangladeshশনিবার দুপুরে রাজধানীর সেগুনবাঁগিচায় মুক্তিযোদ্ধা জাদুঘরে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সংবাদ সম্মেলনে একথা বলেন বক্তারা।

তারা জানান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল স্থানান্তরের আদেশ ৩১শে আগস্টের মধ্যে স্থগিত না করা হলে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আন্দোলন কর্মসূচি ঘোষনা করবে।

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আবদুল গনি রোডের যে বাড়িটি নির্মাণাধীন তা কোনভাবেই এত বড় একটি বিচারকাজের জন্য উপযুক্ত নয় বলে উল্লেখ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে কামাল লোহানী বলেন, যুদ্ধাপরাধী মীর কাশেম আলির চূড়ান্ত রায়ের সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফর আতঙ্কের বিষয়। বিষটি যাই হোক বাঙালি কখনোই মাথা নত করবে না বলে উল্লেখ করেন কামাল লোহানী।