ট্যারিফ কমিশন আইন সংশোধনে ৬ সদস্যের কমিটি গঠন

ট্যারিফ কমিশন আইন সংশোধনে ৬ সদস্যের কমিটি গঠন

শেয়ার করুন

মন্ত্রিসভানিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন সংশোধন ও যাচাই বাছাই করতে ৬ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সারাবিশ্বের ব্যবসা-বাণিজ্যর সঙ্গে বাংলাদেশের তাল মিলিয়ে চলতে বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন আইন ২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে দেশের সম্পৃক্ততা প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় ট্যারিফ কমিশনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের নানা দিক বিশ্লেষণ করে সরকারকে সঠিক পরামর্শ দেয়ার কথা থাকলেও, সংস্থাটি ঠিকভাবে এসব কাজ করতে পারছে না। এ কারণেই ২৫ বছরের পুরনো ট্যারিফ কমিশন আইন সংশোধনের উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।