জাতীয় স্মৃতিসৌধে তুরস্কের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে তুরস্কের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। সকাল ৯টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সাভার থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আসার পথে তুরস্কের প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট উদ্বোধন করেন। এরপর তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে রোহিঙ্গা সংকট ও অন্যান্য ইস্যুতে আলোচনা করাই তার এই সফরের উদ্দেশ্য। আজ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন তুর্কি প্রধানমন্ত্রী।

বিকেলে রাষ্ট্রপতি ও বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। তুরস্কের উপ প্রধানমন্ত্রী, উপ পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টাসহ ২১ সদস্যের সরকারি প্রতিনিধি দলকে নিয়ে গত রাত পৌনে নয়টায় ঢাকা আসেন তিনি।