প্যারাডাইজ পেপার্স ইস্যুতে মামলার মুখে বিবিসি ও গার্ডিয়ান

প্যারাডাইজ পেপার্স ইস্যুতে মামলার মুখে বিবিসি ও গার্ডিয়ান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্যারাডাইজ পেপার্স নামে পরিচিত আয়কর ফাঁকি দেয়ার তথ্য ফাঁস করে দেয়ায় মামলার মুখে পড়তে যাচ্ছে প্রভাবশালী দুই ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান।

বিশ্বের অন্যতম বড় আইনি প্রতিষ্ঠান অ্যাপলবাই এই মামলা করতে যাচ্ছে। বিবিসি ও গার্ডিয়ানের বিরুদ্ধে অভিযোগ, তারা তথ্যের গোপনীয়তা ভঙ্গ করেছে। অ্যাপলবাই’র দাবি, হ্যাকিংয়ের মাধ্যমে তাদের কাছ থেকে এসব তথ্য চুরি করা হয়েছে।

এদিকে, বিবিসি ও গার্ডিয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, প্যারাডাইজ পেপার্সের মাধ্যমে তথ্য ফাঁসের প্রক্রিয়ার পক্ষে তারা দৃঢ় অবস্থান নেবে। বৃহত্তর জনস্বার্থে’র কথা বিবেচনায় নিয়েই এসব তথ্য ফাঁস করা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অবৈধ বিনিয়োগের মাধ্যমে কর ফাঁকির তথ্যও এর মাধ্যমে বের হয়ে আসে। এমনকি ব্রিটিশ রানি এলিজাবেথের ব্যক্তিগত সব সম্পদের তথ্যও প্রকাশ হয়ে যায়।