জাতীয় কৃষি নীতি-২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় কৃষি নীতি-২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

শেয়ার করুন

মন্ত্রিসভানিজস্ব প্রতিবেদক :

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমবায়ভিত্তিক কৃষি খামারকে গুরুত্ব দিয়ে জাতীয় কৃষিনীতি-২০১৮ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, জাতীয় কৃষিনীতি-২০১৩ কে হালনাগাদ করে এবারের কৃষিনীতির খসড়া তৈরি করা হয়েছে।

এর লক্ষ্য নিরাপদ ও কৃষিজ উৎপাদন বাড়িয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন করা। এছাড়া, শিশু একাডেমি আইনের খসড়ায় নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। ১৯৭৬ সালের অধ্যাদেশকে বাংলায় রূপান্তর করে এই আইনটি করা হয়েছে। নতুন এ সংশোধনীতে ১৭ সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা বোর্ড একাডেমি পরিচালনার দায়িত্ব পালন করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।