অনুমতি ছাড়া বহিরাগতদের ঢাবি ক্যাম্পাসে অবস্থান নয়

অনুমতি ছাড়া বহিরাগতদের ঢাবি ক্যাম্পাসে অবস্থান নয়

শেয়ার করুন

Dhaka-Universityনিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, বহিরাগতরা ক্যাম্পাসে অবস্থান ও ঘোরাফেরা করতে পারবেন না, এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির। সোমবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রভোস্ট কমিটি এ সিদ্ধান্ত নিলো। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রত্ব নেই এমন কাউকে আর হলে অবস্থান করতে দেয়া হবে না। এছাড়া হলে থাকা শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন হয়, এমন কর্মকান্ড থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।