জলজট-যানজটে নাকাল রাজধানীবাসী

জলজট-যানজটে নাকাল রাজধানীবাসী

শেয়ার করুন

1434305483নিজস্ব প্রতিবেদক :

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জলজট আর যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

মঙ্গলবার রাতে থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার সকাল থেকে প্রায় টানা বৃষ্টি হচ্ছে। এতে বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষের কষ্ট সীমা ছাড়িয়ে গেছে।

বৃষ্টির কারণে রাজধানীর প্রায় অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। ঘর থেকে বের হয়েই পড়তে হয়েছে দুর্ভোগে। যানবাহনের সংকটের কারণে অনেকেই হেঁটে রওনা দেন কর্মস্থলের দিকে।

এদিকে বৃষ্টির পাশাপাশি যানজট ভোগান্তির মাত্রা বাড়িয়েছে আরও কয়েক গুণ। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ এলাকা ছিলো যানজটের কবলে। ওই সব এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের বহনকারী ব্যক্তিগত গাড়ির চাপে স্থবির হয়ে পড়ে সড়কগুলো।

ধানমন্ডি, মিরপুর, শান্তিনগর, বেইলি রোডসহ রাজধানীর বেশীর ভাগ এলাকা পানিতে ডুবে যায়। মানুষের চলাচলে চরম ব্যঘাত ঘটে। এর উপর শুরু হয় যানজট। রাজধানীবাসী নাকাল হয়ে পড়ে। তারা ক্ষোভ প্রকাশ করেন দুই সিটির মেয়রদের উপর। তারা বলেন মেয়রদ্বয় অনেক বড় বড় কথা বলেন বক্তৃতা দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তায়। তাছাড়া পানি নেমে যেতে লাগে দীর্ঘসময়। অতি দ্রুত এই সমস্যা সমাধানের আহবান জানান নাগরিকরা।