জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশি ব্যবসায়ীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশি ব্যবসায়ীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চলতি মাসের ২ তারিখে এক বাংলাদেশি ব্যবসায়ীকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার মালয়েশিয়ান পত্রিকা ‘দ্য স্টার’, দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকরের বরাত দিয়ে জানিয়েছে, গত ১৯ আগস্ট ওই বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করে মালয়েশিয়া পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা। পরে ২ সেপ্টেম্বর ৩৭ বছর বয়সী ওই ব্যবসায়ীকে দেশে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার পুলিশের দেয়া এক বিবৃতিতে, ফেরত পাঠানো বাংলাদেশির নাম উল্লেখ করা হয়নি। তবে ওই ব্যক্তি সে দেশে একটি রেস্তোরাঁর মালিক বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। তাকে ধরার জন্য  ‘রেড নোটিশ’ জারি করেছিল ইন্টারপোল। সন্ত্রাসী কাজে জড়িত সন্দেহে, বাংলাদেশি ছাড়াও আরও তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের একজন মালয়েশীয় নাগরিক। আটক সন্দেহভাজনদের মধ্যে এক নেপালি ও একজন মরক্কোর নাগরিক রয়েছে। তাদেরও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।