ভূমধ্যসাগরের নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

ভূমধ্যসাগরের নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

শেয়ার করুন

অভিবাসী

বিশ্বসংবাদ ডেস্ক :

ভূমধ্যসাগরের মিশরীয় উপকুলে নৌকাডুবি মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এরইমধ্যে দেড়শতাধিক শরণার্থীকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

দেশটির সংবাদ সংস্থা মিনা জানায়, বুধবার মিশরের রাজধানী থেকে ১৪০ কিলোমিটার উত্তরে ‘কাফর আল শেখ’ উপকূলে শরণার্থী বোঝায় একটি নৌকা উল্টে যায়। নৌকাটিতে মিশর, সিরিয়া ও আফ্রিকার অভিবাসন-প্রত্যাশীরা ছিলো বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নৌকাটিতে অন্তত ৬শ অভাবাসন-প্রত্যাশী ছিলো বলে জানিয়েছে আল-জাজিরা। তবে নৌকাটি কোথায় যাচ্ছিল তা নিশ্চিত করা না গেলেও, দেশটির নিরাপত্তা সুত্রমতে নৌকাটি ইতালির উদ্দেশ্যে যাত্রা করছিলো।

প্রতিবছরই প্রায় ২০ লাখ ৬ হাজার ৪শ শরনার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাতে চায় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।