এ সফরে নতুন যুগের সূচনা হবে : প্রধানমন্ত্রী

এ সফরে নতুন যুগের সূচনা হবে : প্রধানমন্ত্রী

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে নতুন যুগের সূচনা হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসায় আমরা খুব খুশি এবং সম্মানিত বোধ করছি।

চীন-বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান, ভালো প্রতিবেশীসুলভ মানসিকতা, পারস্পরিক বিশ্বাস, আস্থা ও একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা-এই পাঁচ মূলনীতির ওপর দুই দেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে।

শেখ হাসিনা জানান, চীন আমাদের সবচেয়ে বড় ব্যবসায়ী অংশীদার এবং আমাদের স্বপ্ন বাস্তবায়নে চীনকে আমরা একটি আস্থাশীল অংশীদার হিসেবে বিবেচনা করি। চীন প্রস্তাবিত ‘ওয়ান-বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী। এটা পূর্ব এশিয়ার সঙ্গে বৃহত্তর যোগাযোগ তৈরির পাশাপাশি দক্ষিণের সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে তিনটি ইকোসিস্টেমকে বাকি বিশ্বের সঙ্গে সম্পৃক্ত করবে।

টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগিতার জন্য চীনের প্রশংসা করেন শেখ হাসিনা। বস্ত্র, চামড়া, পেট্রোকেমিকেল, ওষুধ, জাহাজ নির্মাণ ও কৃষি প্রক্রিয়াকরণের মতো বাংলাদেশের উদীয়মান খাতগুলোতে চীনা কোম্পানির বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।