চাহিদা নেই মালেশিয়ার; বাংলাদেশি শ্রমিক পাঠানো বন্ধ

চাহিদা নেই মালেশিয়ার; বাংলাদেশি শ্রমিক পাঠানো বন্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়া চাহিদা পত্র না পাঠানোয় আপাতত বন্ধ রয়েছে দেশটিতে জি-টু-জি প্লাস ভিত্তিতে শ্রমিক পাঠানো।

সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা জানান প্রবাসী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ২০১৬ সালের অভিবাসন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে গেল বছর রেমিটেন্স কম হওয়ার কারণ হিসেবে বিকাশ ও হুন্ডি মাধ্যমকে দায়ী করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

তবে দেশের অন্যতম শ্রমবাজার সৌদিআরবে সরকার নির্ধারিত টাকার পরিবর্তে অধিক টাকা দিয়ে শ্রমিক বিদেশ পাঠানো হচ্ছে , সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেয়ার কথা জানান মন্ত্রী।

এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে শ্রমিক পাঠানোর ব্যাপারে চুক্তি হলেও তা বাস্তবায়ন না হওয়ার ক্ষেত্রে আগ্রহী দেশগুলোর চাহিদাপত্র না পাঠানোকেই উল্লেখ করেন প্রবাসী মন্ত্রী। তবে বৈধ পথে কর্মীর কর্মসংস্থান হওয়াতে অবৈধ পথে শ্রমিক যাওয়া বন্ধ হয়েছে বলেও দাবি তুলে ধরে মন্ত্রী।