ডান হাতে চিড় ধরা পড়েছে মাশরাফির

ডান হাতে চিড় ধরা পড়েছে মাশরাফির

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

ইনজুরি নিয়েই নিউজিল্যান্ড সফর শেষ করলেন মাশরাফি বিন মর্তুজা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হাতের আঙ্গুলে চোট পান মাশরাফি।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টাইগার সমর্থকদের হতাশায় ম্যাচ হারের সঙ্গে যোগ হয়েছে প্রিয় অধিনায়ক মাশরাফির ইনজুরি। ম্যাচের ১৮তম ও নিজের শেষ ওভারের দ্বিতীয় বলে কোরি অ্যান্ডারসনের শট ঠেকাতে গিয়ে ডান হাতে চোট পান ওয়ানডে ও টে-টোযেন্টি অধিনায়ক।

এরপর স্থানীয় একটি হাসপাতালে স্ক্যানের পর জানা যায় মাশরাফির ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। তাই মাঠের বাইরে থাকতে হবে দেড় থেকে দু মাস। তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন শৈকত।

ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন মাশরাফি। তবে আশার খবর হলো এরপর সামনে বাংলাদেশের আর আপাতত কোনো খেলা নেই। তাই মার্চে শ্রীলঙ্কা সফরের আগেই সুস্থ্য হয়ে উঠবেন টাইগার দলপতি।