চাকা ফেটে যাওয়ায় শাহজালালে একটি বিমানের জরুরি অবতরণ

চাকা ফেটে যাওয়ায় শাহজালালে একটি বিমানের জরুরি অবতরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চাকা ফেটে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সামনের একটি চাকা বিস্ফোরিত হয়ে এ এঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ১০টায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।

১৪৯ জন যাত্রী ও সাত জন কেবিন ক্রু ছিল বিমানটিতে। দেশে ফেরার সময় পাইলট লক্ষ্য করেন উড়োজাহাজের একটি চাকা বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনি বিমানের কন্ট্রোল রুমে যোগাযোগ করে। জরুরি অবতরণের সকল সুবিধা শাহজালালে থাকায় চট্টগ্রামে না গিয়ে ঢাকার দিকে ফিরে আসে উড়োজাহাজটি।

এর আগে গত ১২ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে ঢাকায় ফিরে আসে। পরবর্তীতে ত্রুটি মেরামত শেষে ফের মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি। এছাড়া, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে।