বার্লিন হামলার সন্দেহভাজনের পরিচয় প্রকাশ

বার্লিন হামলার সন্দেহভাজনের পরিচয় প্রকাশ

শেয়ার করুন

_93068611_036977477-2
বিশ্বসংবাদ ডেস্ক :

জার্মানির বার্লিন হামলার সন্দেহভাজনের পরিচয় পাওয়া গেছে। পলাতক থাকা তিউনিশিয়ান এই যুবকের নাম আনিস আমরি।

এদিকে ২৩ বছর বয়েসি এই তিউনিশিয় নাগরিককে বিগত এক বছর ধরে পুলিশের নজরদারীতে ছিল বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে আমরিকে দায়ী করেছে জার্মান পুলিশ। একটি লরি ছিনতাই চেষ্টার সঙ্গে সে জড়িত ছিল বলে জানায় পুলিশ। সে দক্ষিণ তিউনেশিয়ার তাতাউইন শহরে জন্মগ্রহণ করে। অস্থায়ী অনুমতি নিয়ে বৈধভাবেই জার্মানিতে প্রবেশ করে সে। জার্মানিতে প্রবেশের আগে ৪ বছর ইতালির আশ্রয়কেন্দ্রে ছিল এই যুবক। তাকে ধরতে এরই মধ্যে পুরস্কার ঘোষণা করেছে জার্মান পুলিশ।

গত সোমবার বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি ঢুকে পড়লে এতে পিষ্ট হয়ে ১২ জন মারা যান। আহত হন আরো ৪৯ জন।