চট্টগ্রামে কোকেন উদ্ধারের ঘটনায় ব্যাবসায়ী নূর হোসেনের বিরুদ্ধে মামলা চলবে

চট্টগ্রামে কোকেন উদ্ধারের ঘটনায় ব্যাবসায়ী নূর হোসেনের বিরুদ্ধে মামলা চলবে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরে তরল কোকেন উদ্ধারের ঘটনায় ব্যাবসায়ী নূর হোসেনের বিরুদ্ধে মামলা চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

নূর হোসেনকে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। একইসঙ্গে আদালত এই মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

ব্যবসায়ী নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম গত ৮ অক্টোবর স্থগিত করেছিল হাইকোর্ট। আজ মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে এ মামলা চলতে আর আইনী বাধা নেই। তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।