চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ

চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল থেকে বহির্বিভাগের সেবা দেওয়া বন্ধ করে প্রধান ফটকের সামনে অবস্থান নেন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসক ও অনারারি মেডিক্যাল অফিসারসহ অন্য চিকিৎসকরাও এই কর্মসূচিতে অবস্থান নিচ্ছেন। গত ২৮ অক্টোবর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের সিসিইউ-২-তে ভর্তি হন নওশাদ নামের এক রোগী। ২৯ অক্টোবর সকাল ১১টার দিকে তার মৃত্যু হলে এ মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে একজন ডাক্তার ও দুই আনসার সদস্য আহত হন।

পরে হাসপাতালের ডাক্তার, স্টাফ ও আনসার সদস্যরা মিলে রোগীর স্বজনদেরও মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।এরই প্রতিবাদে আজকের কর্মবিরতি।