গ্রিন লাইন বাস চালককে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে

গ্রিন লাইন বাস চালককে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গ্রিনলাইন পরিবহনের চালক কবির হোসেনের ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান। গতকাল বাসচাপা দিয়ে রাসেল নামের এক গাড়িচালকের পা বিচ্ছিন্ন করে পালিয়ে যাবার সময় তাকে আটক করা হয়।

বাম পা হারানো রাসেল সরকার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যেই তার পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে রাসেলের বড় ভাই বাদি হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

রেন্ট-এ-কারের চালক রাসেল শনিবার বিকেলে যাত্রী নিয়ে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। দোলাইর পাড় এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি বাস তাঁর গাড়িতে ধাক্কা দেয়। গাড়ি থামিয়ে বাসের সামনে দাঁড়িয়ে চালকের সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়েন রাসেল। এ সময় গ্রিনলাইন পরিবহনের চালক তাঁর পায়ের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।