দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ২ জন। এর মধ্যে সিরাজগঞ্জেই বাবা-ছেলেসহ ৫ জন এবং মাগুরায় তিনজন মারা গেছেন।

সিরাজগঞ্জের তেকানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হারুন অর রশিদ জানান, সকালে যমুনা নদীর চরে বাদাম তুলতে যায় শামসুল আলম ও তার ছেলে আরমান আলী। বেলা ১২টার  দিকে বৃষ্টির সময় বজ্রপাতে আহত হন তারা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৱসক মৃত ঘোষণা করেন।

এদিকে শাহজাদপুর থানা পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলার সময় নাবিল ও পলিং ব্রজপাতে মারা যান। তারা নিরাজগঞ্জে ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। এদিকে একই সময় কামারখন্দে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল কাদের নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ।

মাগুরায় দুপুরে বজ্রপাতে আলাদা স্থানে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। নোয়াখালী পৌরসভায় বজ্রপাতে নোয়াখালি জেলা স্কুলের ছাত্র ইকবাল হাসনাত মারা যায়। এছাড়া রাঙ্গমাটির বাঘাইছড়ি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ২ জন।