গেরিলা মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি : হাইকোর্টের রায় বহাল

গেরিলা মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি : হাইকোর্টের রায় বহাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আপিল বিভাগেও বহাল থাকছে ২ হাজার ৩৬৭ জন গেরিলা মুক্তিযোদ্ধার নামের তালিকা সম্বলিত গেজেট। মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ গেরিলা মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিয়ে তা গেজেট আকারে প্রকাশের রায় বহাল রাখেন।

শুনানিতে রিটকারীদের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন ও সুব্রত চৌধুরী। ২০১৩ সালে  এই মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় যুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরের বছর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওই গেজেট বাতিল করলে, এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট হয়।

গেল বছরের সেপ্টেম্বর হাইকোর্ট গেজেট বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে  হাইকোর্ট। একই সঙ্গে গেরিলা বাহিনীর দুই হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা দিতেও নির্দেশ দেন আদালত। তবে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয়।