সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার রেকর্ড আলিম দারের

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার রেকর্ড আলিম দারের

শেয়ার করুন

amildarb20160430082524

স্পোর্টস ডেস্ক :

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করে রেকর্ড গড়লেন পাকিস্তানের আলিম দার।

কেপটাউনে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের মাধ্যমে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩৩২টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। এরফলে দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার রুডি কোয়ের্টজনের ৩৩১টি ম্যাচ পরিচালনা রেকর্ড টপকে গেলন আলিম দার।

২০০০ সালে আম্পায়ার হিসেবে অভিষেক হয় আলিমের। এরপর প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে মোট ৪০৫টি ম্যাচ পরিচালনা করেছেন। যেখানে মাঠে ছিলেন ৩৩২ ও টিভি আম্পায়ার হিসেবে ছিলেন ৭৩টি ম্যাচে। তিনি ২০০৯, ২০১০ ও ২০১১ সালে আইসিসির সেরা আম্পায়ার নির্বাচিত হন। এছাড়া ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেছেন আলিম দার।।