গুলশান, বনানী ও ধানমণ্ডি এলাকার সব অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

গুলশান, বনানী ও ধানমণ্ডি এলাকার সব অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

শেয়ার করুন

1458030552নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলশান, বনানী ও ধানমণ্ডি এলাকার সব অবৈধ স্থাপনা আগামী ১০ মাসের মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত ২৩৩ টি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

গত বছর হোলি আর্টিজান হামলার পর, রাজধানীর অনুমতিহীন হোটেল ও স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছিল প্রশাসন। এর বিরুদ্ধে রিট করেছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩৩জন মালিক। এ কারণে উচ্ছেদ কার্যক্রম স্থগিত ছিল।

তবে বুধবার রিট আবেদনগুলো খারিজ করে ১০ মাসের মধ্যে স্থাপনাগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়। অবশ্য এসব প্রতিষ্ঠানের যেগুলোকে ইতোমধ্যে রাজউক বৈধতা দিয়েছে, সেগুলো সরাতে হবে না বলেও আদালতের আদেশে বলা হয়েছে।