জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে অভিযান

জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে অভিযান

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি :

জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে অভিযান করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। বুধবার সকাল সাড়ে ৬টায় এ অভিযান শুরু হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এ অভিযানে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেয়। ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌকায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা যাত্রা শুরু করে। পরে তারা গাইবান্ধা সদরের মোল্লারচরে ব্লকরেড শুরু করে।

এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক ছাড়াও এসপি হেডকোয়ার্টার আসাদ ও গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসানও অংশ নেন। গত বছরের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলার আগে জঙ্গিরা গাইবান্ধার সাঘাটার একটি দূর্গম চরে প্রশিক্ষণ নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আজকের এ অভিযান বলে জানায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।