গণপরিবহনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে

গণপরিবহনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গণপরিবহনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে রাজধানীতে। আজও সকাল ১১টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, আসাদ গেট, আগারগাঁও, যাত্রাবাড়ি ও বিমানবন্দর এলাকায় ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ  এবং বিআরটিএ-র একটি করে টিম কাজ করছে।

অভিযান এড়াতে আজও অনেক গণপরিবহন রাস্তায় নামেনি। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। ৫টি স্টপেজে আজও গাড়ির ফিটনেস না থাকা, ভাড়ার চার্ট না টানানো, অতিরিক্ত ভাড়া আদায় এবং নানা অনিয়মের দায়ে মামলা ও জরিমানা করা হচ্ছে।

যারা গাড়ি চালাচ্ছেন না, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান। অন্যদিকে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেছেন, যাত্রীরা চাইলে সিটিং সার্ভিসকে আইনের আওতায় এনে পরিচালনা করা হবে।