সিটিং সার্ভিস উঠে গেলেও ভাড়া কমেনি

সিটিং সার্ভিস উঠে গেলেও ভাড়া কমেনি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাজধানী থেকে সিটিং সার্ভিস উঠে গেলেও ভাড়া নিয়ে গণপরিবহনগুলো প্রতারণা করছে বলে অভিযোগ যাত্রীদের। তবে, কাল থেকে ঢাকা মহানগরীতে সিটিং সার্ভিস বন্ধের অভিযান এড়াতে রাস্তায় বাস কম নামতে দেখা গেছে।

যাত্রীরা সময়মতো বাস পাচ্ছেন না, পেলেও ভাড়া দিতে হচ্ছে সিটিং সার্ভিসেরই। যাত্রীরা বলছেন, বাসগুলো জায়গায় জায়গায় থামছে। অন্যদিনের চেয়েও দেরি হচ্ছে গন্তব্যে যেতে। ভাড়ার চার্ট টানানো নেই অধিকাংশ গাড়িতে।

গণপরিবহনের নৈরাজ্য ঠেকাতে রবিবার আসাদগেট, আগারগাঁও, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, যাত্রাবাড়ি, বিমানবন্দরের সামনের সড়কে অভিযান শুরু করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বিআরটিএ। অনিয়ম ধরা পড়লে জেল না হলেও মামলা ও আর্থিক জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।