কয়লা কেলেঙ্কারি: পেট্রোবাংলার আরো আট কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

কয়লা কেলেঙ্কারি: পেট্রোবাংলার আরো আট কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

শেয়ার করুন

barapukuria_coal_mineনিজস্ব প্রতিবেদক :

দিনাজপুরের বড় পুকুরিয়ায় কয়লা কেলেঙ্কারির ঘটনায় পেট্রোবাংলার আরো আট কর্মকর্তাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ৯টায় এ জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের উপ-পরিচালক শামসুল আলমের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তারা পেট্রোবাংলার মহাব্যবস্থাপক আবু তাহের মো. নুরুজ্জামান চৌধুরী; উপ-মহাব্যবস্থাপক এ কে এম খালেদুল ইসলাম; মোরশেদুজ্জামান; হাবিবুর রহমান; জাহেদুর রহমান; সত্যেন্দ্র নাথ বর্মণ; জোবায়ের আলী ও ব্যবস্থাপক সৈয়দ ইমাম হাসানকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গত ১৩ আগস্ট পেট্রোবাংলার ৩২ জনকে তলব করে চিঠি দেয় দুদক। দু-দফায় ১৫ জন দুদকের মুখোমুখি হলেন। বাকিদের আগামী ২৯ ও ৩০ আগস্ট তলব করা হয়েছে।