নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অর্থ অনুদান

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অর্থ অনুদান

শেয়ার করুন

নাটোর প্রতিনিধি :

শনিবারে নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অর্থ অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিবার মধ্যে ১৪ পরিবারের সদস্যদের হাতে, দুপুরে নগদ ২০ হাজার করে টাকা তুলে দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। নাটোর জেলা প্রশাসনের পক্ষথেকে এ অনুদান দেয়া হয়। অর্থ হাতে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন হারানো মানুষগুলো।  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলামসহ ঊর্ধ্বকন কর্মকর্তারা।

গত ২৫ আগস্ট নাটোরের নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী চ্যালেঞ্জার পরিবহন ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ লেগুনার ১৫ জন যাত্রী নিহত হয়। নিহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।