ক্যামেরুনের ডেপুটি স্পিকার সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত

ক্যামেরুনের ডেপুটি স্পিকার সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত

শেয়ার করুন

2017-11-07_bss-10_503815নিজস্ব প্রতিবেদক :

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ’র নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুন পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইমিলিয়া মনজোয়া লিফাকা। মঙ্গলবার দুপুরে কমিটি এ ফল ঘোষণা করে।

ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিএ সম্মেলনের ৭তম দিনের জেনারেল অ্যাসেম্বলিতে ব্যালটের মাধ্যমে নতুন চেয়ারপারসন নির্বাচনের ভোট হয়। নির্বাচনে প্রার্থী ছিলেন তিনজন।

মোট ২১২টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৯২ ভোট। ইমিলিয়া মনজোয়া এর মধ্যে ১০৭ ভোট পেয়ে সিপিএ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুক আইল্যান্ডের নিক্কি র‌্যাটেল পেয়েছেন ৭০ ভোট। ১৫ ভোট পান অপর প্রার্থী দ্বীপ রাষ্ট্র মনসেরাটের এমএলএ শিরলি এম ওসবর্ন। এতে বাংলাদেশের পক্ষে ভোট ছিল ৬টি।

নির্বাচিত হওয়ার পর মনজোয়া তার প্রতিক্রিয়ায় বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমি খুব আনন্দিত। পরে মনজোয়াসহ আফ্রিকান বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের নিজস্ব সংস্কৃতির নাচ-গানে মেতে ওঠেন। বর্তমান চেয়ারপারসন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর তিন বছরের মেয়াদ শেষ হলো আজ।