সিপিসি’র মূল আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ

সিপিসি’র মূল আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা আজ শেষ হচ্ছে। সকাল থেকে চলছে সাধারণ সম্মেলন। এদিকে, সদস্যদের ভোটে দুপুরে সিপিএ এর নতুন চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন ক্যামেরুন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ইমিলিয়া মনজোবা লিফাকা।

সিপিএ এর বিদায়ী চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় সাধারণ সম্মেলন। এই সম্মেলন বেলা ১টায় শেষ হওয়ার নির্ধারিত থাকলেও এজেন্ডায় থাকা সব বিষয়ে আলোচনা শেষ না হওয়ায় মধ্যহ্ন ভোজের বিরতির পর বেলা সোয়া তিনটার দিকে আবার শুরু হয় সম্মেলনের কার্যক্রম। সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০১৪ সালের অক্টোবর মাসে ৬০তম সম্মেলনে সিপিএ চেয়ারপার্সন নির্বাচিত হন। এদিকে, চেয়ারপার্সন পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্যামেরুন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ইমিলিয়া মনজোবা লিফাকা ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুক আইল্যান্ডের স্পিকার নিক্কি র‌্যাটেল ৭০ ভোট পান।নির্বাচনের ফলাফল ঘোষণার পর আফ্রিকার আইন প্রণেতারা স্বভাবসুলভ উল্লাসে ফেটে পড়েন।