কোরবানীর পশুর কোন ঘাটতি হবে না: প্রাণী সম্পদ অধিদপ্তর

কোরবানীর পশুর কোন ঘাটতি হবে না: প্রাণী সম্পদ অধিদপ্তর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গত দুবছর ভারতীয় গরু আমদানি কম হলেও দেশি পশুতেই মিটেছে কোরবানির চাহিদা। তবে, এবার পশু মজুদ কি পর্যাপ্ত? কতটা পড়বে বন্যার প্রভাব?

দু-একদিনের মধ্যেই বিভিন্ন স্থানে বসতে শুরু করবে পশুর হাট। চলছে ইজারাদার, পাইকার, খামারি- একে অপরের যোগাযোগ। সেই সঙ্গে দাম বাড়া-কমার নানা হিসেব-নিকেশও।

সারাবছর পশুর যত চাহিদা, এর অর্ধেকই কোরবানির জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গত বছর এক কোটি ৫  লাখ পশু কোরবানি হয়েছে। এর মধ্যে ৪০ লাখ গরু-মহিষ। বাকি ৬৫ লাখ ছাগল-ভেড়া।

এ বছর  এক কোটি ১০ লাখ চাহিদার বিপরীতে মজুদ এক কোটি ১৫ লাখ ৫৭ হাজার। এর মধ্যে গরু, মহিষ আছে প্রায় ৪৫ লাখ এবং ছাগল ভেড়া প্রায় ৭১ লাখ।

এবার  বন্যা আক্রান্ত ১৬ জেলায় কোরবানির জন্যে প্রস্তুত আছে  ২৭ লাখ ২৩ হাজার পশু।

তাই প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি এবার কোরবানির পশুর কোনও সঙ্কট হবে না। আর দামও সহনী পর্যায়ে থাকবে।